UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা উপআঞ্চলিক পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

৫৩তম উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার খুলনা উপঅঞ্চলের খেলার উদ্বোধন অনুষ্ঠান আজ (রবিবার) সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেন, খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব, সহমর্মিতা, সহযোগিতা এবং প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। এখানে থাকে না কোন হিংসা বা বিভেদ। তিনি বলেন, আমাদের এই দেশটাকে ভালবাসতে হবে ও দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শ মানুষ হতে গেলে শুধু লেখাপড়া করলেই হবে না। পড়াশুনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। আদর্শ মানুষ হিসেবে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও ধর্মীয় শিক্ষা দিতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাটের জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, খুলনার জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল হক ও জিলা স্কুলের প্রধান শিক্ষক মোল্লা মোকছেদ আলী। এসময় বিভিন্ন জেলার জেলা শিক্ষা অফিসার, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন স্কুল হতে বাছাইকৃত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।

ঊআ-বিএস