UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ ১৬ বছর পর সোমবার খুলনা মহানগর বিএনপির সম্মেলন

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৬ বছর পর সোমবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নগরীর সার্কিট হাউজ মাঠে সকাল ১০টায় প্রথম পর্বে সম্মেলন শুরু হবে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্যের মধ্যে দিয়ে প্রথম পর্ব শেষ হবে। পরে বিকাল সাড়ে তিনটায় দ্বিতীয় অধিবেশন কাউন্সিল খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে অনুষ্ঠিত হবে। সার্কিট হাউজ মাঠে মঞ্চ, প্যান্ডেল, সাউন্ড সিস্টেম ও দলীয় শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।
এ উপলক্ষে রবিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর এবারই প্রথমবারের মতো কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতা নির্বাচন করা হচ্ছে। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিন করে ৬ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ নেতা প্রার্থী হয়েছেন। নগরীর সার্কিট হাউজ মাঠে সম্মেলন শেষে জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে কাউন্সিলর অধিবেশনে ভোটের মাধ্যমে ৫০৫ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেন, নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণের প্রায় ১৪ বছর পর মহানগর বিএনপির কমিটি ভেঙে ২০২১ সালের ৯ ডিসেম্বর তিন সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।  ২০২২ সালের ১ মার্চ মহানগর বিএনপির ৭১ সদস্যের পুর্নাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। তিনি বলেন, নগরীর ৩৪টি ওয়ার্ড-ইউনিয়ন, ৫টি থানায় সম্মেলন শেষ করে মহানগর সম্মেলনের প্রস্তুতি নেয়া হয়। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানায়, কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথিসহ প্রায় ১০ হাজার নেতাকর্মীর সমাগম হবে খুলনা সার্কিটহাউজ মাঠে। এ উপলক্ষে তৃনমূলের নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ঊষার আলো-এসএ