খুলনায় পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের ওয়ার্কশপের একটি প্রকল্পের কাজ সম্পূর্ণ বাস্তবায়ন না করে ফাইনাল বিল দাখিল করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুইজন প্রকৌশলীসহ তিনজনের নামে দুর্নীতি দমন কমিশন সম্বনিত জেলা কার্যালয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র জানিয়েছেন, গত ২১ জানুয়ারী অভিযোগের প্রেক্ষিতে দুদকের চার সদস্যের এনফোর্সমেন্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করে। কাজের দাখিলকৃত ফাইনাল বিল অনুযায়ী ৭টি আইটেমের কাজ সম্পাদন বাবদ প্রায় ৩৩ লক্ষ টাকার বিল সাবমিট করা হয়। টিমের সাথে থাকা বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রতিবেদন অনুযায়ী কাজ হয়েছে মাত্র ২ লক্ষ ৯ হাজার ৮৫৩ টাকার। ইতিমধ্যেই ঠিকাদার ১৫ লক্ষ টাকার বিল উত্তোলন করেছে। কাজের বিলের অবশিষ্ট প্রায় ১৮ লক্ষ টাকার আত্মসাতের প্রচেষ্টা করায় ঠিকাদার আনোয়ার হোসেন বাবুল, পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সুব্রত অগ্নিহোত্র ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ রায়হান আলীর বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।
ঊআ-বিএস