১৬ বছর পরে অনুষ্ঠিত খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। সোমবার (২৪) ফেব্রুয়ারী খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে নেতাকর্মিদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হয়েছেন। মোট ছয়জন প্রার্থীর মধ্যে ৩৭০ ভোট পেয়ে ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ সাদী, ২৬০ ভোট পেয়ে ২নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ পারভেজ বাবু ও ২৫৫ ভোট পেয়ে ৩নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। এছাড়াও অপর প্রার্থীদের মধ্যে ১৭৬ ভোট পেয়েছেন মাহবুব হাসান পিয়ারু, শের আলম সান্টু পেয়েছেন ১০৬ ভোট এবং তারিকুল ইসলাম তারেক পেয়েছেন ৭৮ ভোট।
সকাল সাড়ে ১০ টায় সম্মেলন শুরু হয়। খন্ড খন্ড মিছিল সহকারে রঙ বেরঙয়ের ক্যাপ-টি শার্ট পরে ও প্লাকার্ড হাতে আসেন নেতাকর্মীরা। দীর্ঘ ১৬ বছর পর এ সম্মেলনে উজ্জীবিত নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনিন, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, শামীমুল ইসলাম শামীম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বক্তৃতা করেন বিএনপি নেতা সৈয়দা নার্গিস আলী, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, কাজী মিজানুর রহমান, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, শেখ মোহাম্মদ আলী বাবু, মুর্শিদ কামাল। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। সাংগঠনিক প্রতিবেদন পড়ে শোনান মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। শোক প্রস্তাব পড়ে শোনান সৈয়দা রেহানা ঈসা।
ঊআ-বিএস