UsharAlo logo
বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মাদক বিক্রেতা জিয়ার যাবজ্জীবন কারদণ্ড

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় মাদক কারবারির যাবজ্জীবন কারদণ্ড মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। একইসাথে তাকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি হলেন, সাতক্ষীরা জেলার পলাশপোল সরকারি গোস্থানের বাসিন্দা জনৈক মো: আ: মালেকের ছেলে মো: জিয়াউর রহমান। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
আদালতের সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে সোনাডাঙ্গা থানাধীন কলাবাগানস্থ সচিব হালিম মোল্লার নির্মাণাধীন বাড়ির সামনে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ফেন্সিডিল বহন করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ২০১৪ সালের ৭ জুন রাত সোয়া ৯ টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশকে দেখে আসামি জিয়া মোটরসাইকেলযোগে পলানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর ফেন্সিডিল রয়েছে। এ সময়ে আসামি তেলের ট্যাংকির ভেতর থেকে প্লাষ্টিকে মোড়ানে অবস্থায় ২৬ বোতল ফেন্সিডিল বের করে দেয়।
এ ঘটনায় ওইদিন রাতে সোনাডাঙ্গা থানার এস আই মো: হাতেম আলী বাদী হয়ে মাদক আইনে জিয়াউর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন, যার নং ৯। একই বছরের ৭ জুলাই জিয়াউর রহমানকে আসামি করে সোনাডাঙ্গা থানার এস আই মো: মিজানুর রহমান আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।

ঊআ-বিএস