UsharAlo logo
শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জোড়াগেটে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে গোডাউন : কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

ঊষার আলো ডেস্ক
মার্চ ১৫, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে খুলনার ঐতিহ্যবাহী জোড়াগেট গরুরহাটের জায়গাসহ মার্কেটটি দেখভালের দায়িত্ব খুলনা সিটি কর্পোরেশনের। অভিযোগ আছে শেখ পরিবারের সুপারিশে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আব্দুল খালেকের সহযোগিতায় জোড়াগেটের জায়গাসহ মার্কেটের ২ থেকে ৩ হাজার বর্গফুটের ৩/৪টি দোকান দীর্ঘ ১৫/১৬ বছর দখল করে রেখে ব্যবসা করছে নুর ও সিটি ডেকোরেটরের মালিক আকতার মিয়া ও জাহিদুল ইসলাম। এছাড়াও শেখ পরিবারের খুলনার শেখ বাড়ীতে যাতায়াত থাকায় খুলনার কেডি ঘোষ রোড এর করনেশন হল সাবেক সোসাইটি সিনামা হলটিও তারা কবজা করে রেখেছে।
অভিযোগের বিষয়ে নুর ডেকরেটর এর মালিক আকতার মিয়া দখলের বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়ে তিনি এই প্রতিবেদককে বলেন, আমি একা কেন আরো অনেকেই মালামাল রেখেছে সবাই যেভাবে রেখেছে আমি সে ভাবে রেখেছি। অভিযুক্ত অপর সিটি ডেকরেটর এর মালিক জাহিদুল ইসলাম বাবু বলেন লিখিতভাবে না হলেও মৌখিকভাবে অনুমতি নিয়ে সেখানে মালামালা রাখা হয়েছে। তিনি জানান শুধু আমি রাখিনি আরো অনেকেই রেখেছে সেখানে এমনকি গাড়ির গ্যারেজও করেছে অনেকে।
বিষয়টি খুলনা সিটি কর্পোরেশনের ষ্টেট অফিসার মশিউজ্জামান খানের কাছে জানতে চাইলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন জোড়াগেটে গরুরহাট বসে সেটা যদি অবৈধভাবে কেউ দখল করে রাখে সেটা এষ্টেট অফিসারের বিষয়। এ বিষয়ে তিনি ভালো বলতে পারবেন। আর করনেশন হল সাবেক সোসাইটি হলের মালিক সিটি কর্পোরেশন না তাই এ বিষয়ে আমি আপনাকে কিছুই বলতে পারবো না।

ঊআ-বিএস