খুলনা মহানগরীতে দুটি নির্মাণাধীণ ভবন থেকে পড়ে একজন শ্রমিক নিহত এবং অপর শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম আফাজ উদ্দিন (৪০) এবং আহত শ্রমিক মনির হোসেন (৩৫)। শনিবার সকালে টিভি ক্রস রোড ও সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। তাদেরকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়।
খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে খুলনা সদর থানাধীন টিভি ক্রম রোডে ডা: আহসান আলীর নির্মাণাধীন ব্লিডিংয়ের তিন তলায় রাজমিস্ত্রির কাজ করার সময় আফাজ উদ্দিন নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তার সাথে থাকা শ্রমিকরা তাকে খুমেক হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১২টায় মারা যায়। নিহহ আফাজ উদ্দিন টিভি ক্রস রোড এলাকার বাসিন্দা মো: শহিদুল ইসলামের পুত্র। অপরদিকে সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক এলাকার দুই নম্বর রোডে ডা: রানা কুমার বিশ্বাসের নির্মাণাধীন ভবনের চারতলায় রাজমিস্ত্রির কাজ করার সময় মনির হোসেন নামে এক শ্রমিক নিচে পড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মনির হোসেন হাফিজ নগর এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের পুত্র।
ঊআ-বিএস