১৯৪৭ সালে অর্জিত স্বাধীন মানচিত্রের ওপর একাত্তরে বর্তমান বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিন মুসলিম জাতীয়তাবাদী নেতার কবর জিয়ারত করেছে জাতীয় বিপ্লবী পরিষদের নেতারা।
এ তিন নেতা হলেন- জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরে বাংলা এ কে ফজলুল হক।বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে তিন নেতার মাজার জিয়ারত করেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতারা।
দলটির নেতাদের মতে, ১৯৪৭ সালের মুসলিম জাতীয়তাবাদী স্বাধীনতাই একাত্তরের স্বাধীনতার মূল ভিত্তি। তাই তারা ’৪৭-এর তিন জাতীয় নেতাকে স্মরণ করছেন।
তারা বলেন, সর্বভারতীয় মুসলিম জাতীয়তাবাদী নেতা মুহম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে বাংলার তিন জাতীয় নেতা সোহরাওয়ার্দী, নাজিমুদ্দিন ও শেরে বাংলা ব্রিটিশদের থেকে মুসলিম জাতীয়তাবাদী মানচিত্রের স্বাধীনতা অর্জন করেছিলেন। তাদের অর্জিত মানচিত্রের ওপরই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। তাই সব সময় স্বাধীনতা দিবসে এ তিন নেতাকে স্মরণ করা জাতীয় কর্তব্য।
জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহবায়ক সাইয়েদ কুতুব ও সহকারী সদস্য সচিব গলীব ইহসানের নেতৃত্বে কবর জিয়ারতে উপস্থিত ছিলেন সহকারী সদস্য সচিব ওয়ালিদ বিন সিদ্দিক তালুকদার, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম প্রমুখ।
এসময় মেনাজাত পরিচালনা করেন গালীব ইহসান। মোনাজাতে তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও দেশ বিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলার জন্য দলমত নির্বিশেষে ছাত্র-জনতা ঐক্যের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের সাহায্য প্রার্থনা করেন।
একইসঙ্গে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শহিদদের ও জুলাই বিপ্লবের শহিদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
ঊষার আলো-এসএ