UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুবি, বুয়েট ও রুয়েট কেন্দ্রে প্রথম দিনের দুই ইউনিটে ভর্তিযুদ্ধে ৩৮,৫৯৩ শিক্ষার্থী

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ১৭ এপ্রিল (বৃহস্পতিবার)। দুই দিনব্যাপী এ ভর্তি পরীক্ষার প্রথম দিনে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩৮ হাজার ৫৯৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও খুলনার দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, রেভারেন্ড পলস্ হাই স্কুল, কেসিসি উইমেন্স কলেজ, সরকারি মহিলা কলেজ এবং দুইটি বহিঃকেন্দ্র- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ অনুষ্ঠিত হবে।
‘সি’ ইউনিটে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোতে অংশ নিচ্ছেন ১৪ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী। বুয়েট কেন্দ্রে ১২ হাজার ১০৪ জন এবং রুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন ৭ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী।
চারুকলা স্কুলে আবেদনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘ড্রইং পরীক্ষা’ একই দিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অপরদিকে, দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা। এ ইউনিটের পরীক্ষা শুধু খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নেবেন ৪ হাজার ১৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
পরবর্তী দিন, ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে এই ইউনিটে অংশ নেবেন ৭ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। একইদিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ‘ড্রইং পরীক্ষা’ নেওয়া হবে।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে। এখানে পরীক্ষায় অংশ নেবেন ১১ হাজার ১৫৬ জন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঊআ-বিএস