৫ আগষ্টের পর এই প্রথম খুলনায় তিন স্পটে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে তাঁরা এই মিছিল করেন। এছাড়া বেলা আড়াইটার পর আড়ংঘাটা থানাধীন আবু নাসের এলাকা ও দৌলতপুর থানাধীন এলাকায় ঝটিকা মিছিল বের হয়। পুলিশ প্রশাসন আসার আগেই তারা পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আ: ওয়ালিদ হাসান নিশান নামে এক আওয়ামী লীগের কর্মীকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। রোববার সকালের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিও এবং ছবি থেকে দেখা যায়, একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে। এ সময় ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ প্রভৃতি শ্লোগান দেওয়া হয়।
হরিণটানা থানার ওসি শেখ খাইরুল বাশার বলেন, উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরে এসে ঝটিকা মিছিল করে পালিয়ে যায়। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। ফুটেজ দেখে তাদেরকে ধরতে পুলিশের টিম মাঠে নেমেছেন। এদিকে দুপুর আড়াইটার পর আড়ৎঘাটা থানাধীন এলাকায় আবু নাসের মোড় থেকে একটি আওয়ামী লীগের মিছিল বের হয় বলে স্থাণীয় বাসিন্দারা জানিয়েছেন।
আড়ৎঘাটা থানা পুলিশ জানায়, রমজানের মোড় থেকে আওয়ামী লীগের একটি মিছিল দেয়ানা দিকে চলে যায় বলে আমরা জানতে পারি। পুলিশ পাঠানোর আগেই তারা পালিয়ে যায়।
দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, তার এলাকায় কোন আওয়ামী লীগের মিছিল বের হয়নি। তিনি বলেন, আবু নাসের মোড় থেকে একটি মিছিল বের হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারিনি।
একাধিক সূত্রে জানা গেছে, সকালে জিরো পয়েন্টে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যে ঝটিকা মিছিল বরেন হয়। ওই মিছিলে খুলনার বটিয়াঘাটা উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রেজওয়ান ইমন এবং জেলা ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম সাইফ মিছিলে নেতৃত্বে দিয়েছেন। মিছিলে ভিডিও ফুটেজে সামনে কাতারে তাদেরকে দেখা যায়।
এদিকে সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকা থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সময় আ: ওয়ালিদ হাসান নিশান নামে এক আওয়ামী লীগের কর্মীকে আটক করেছেন বলে ওই থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত নিশান ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী।
ঊআ-বিএস