কুয়েটের শিক্ষার্থীদের ১ দফা “ভিসি মাসুদের অপসারন’ দাবীতে নগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুয়েট শিক্ষার্থীদের সাথে সম্মিলিতভাবে সংহতি প্রকাশ করেছে জুলাই জনতা, সচেতন নাগরিক সমাজ, the red july, justice for july, july revolutionary Allieance।
বুধবার (২৩ এপ্রিল) সকালে এই আন্দোলন চলাকালে শিক্ষা উপদেষ্টা ডঃ সিআর আবরার বলেছেন, আমি কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের সকল অভিযোগ শুনেছি। তারা ভিসিকে অপসারণের দাবি জানিয়েছে। কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটি আইনগত বিষয় রয়েছে। সেটা ভেবেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তাদেরকে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছিল। শিক্ষার্থীরা সেটা বিবেচনা করবেন বলে আমাকে জানিয়েছেন।
তবে, শিক্ষা উপদেষ্টা চলে যাওয়ার পর পরই কুয়েটের সাধারন শিক্ষার্থীরা কুয়েটে ক্যাম্পাসে ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়।
ঊআ-বিএস