UsharAlo logo
শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি জনগণের পালস বুঝে জনগণের জন্য রাজনীতি করে : অ্যাড. মনা

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

১৪নং ওয়ার্ড বিএনপির সুধী সমাবেশ

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্তর্বরতীকালীন সরকার নির্বাচন নিয়ে কখনো বলে ডিসেম্বর, কখনো বলে মার্চ, আবার কখনো বলে জুনের মধ্যে। বিএনপি সবচেয়ে নির্যাতিত দল, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর যে নির্যাতন করা হয়েছে, এর পরও বিএনপি আওয়ামী লীগ সরকারের পাতানো নির্বাচনে যায়নি। বিএনপি জনগণের পালস বুঝে জনগণের রাজনীতি করে। ৫ আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়। শেখ হাসিনা ১৬ বছর আমাদের জ্বালিয়েছে, এর বিচার মহান আল্লাহ করেছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় খালিশপুর থানার অর্ন্তগত ১৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড. মনা আরো বলেন, সব দল-মতকে একত্রিত করে একটি লক্ষ্যে পৌঁছতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। শেখ হাসিনার পদত্যাগে বাধ্য করা একদফা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মীদের অনেক নির্যাতিত হতে হয়েছেন, অনেকেই গুম-খুনের শিকার হয়েছেন। কিন্তু তারপরও নেতাকর্মীরা পিছপা হননি, হাসিনার কাছে মাথা নত করেন নাই। বর্তমান অন্তর্বরতীকালীন সরকার সংস্কার নিয়ে যে কথা বলছেন, বিএনপির ৩১ দফার সঙ্গে তার অনেক মিল রয়েছে। রাষ্ট্রকাঠামো মেরামত, আগামী নির্বাচন কিভাবে হবে, স্বাস্থ্য, শিক্ষাসহ বিশেষ সংস্কারের প্রয়োজনীয়তাও ৩১ দফার মধ্যে তুলে ধরা হয়েছে। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা আছে আছে। তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলী তরফদারের সভাপতিত্বে ও শেখ নুরুল ইসলামের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবীবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি অঙ্গ দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।