খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা কলাবাগান রোডের খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে এসি মেরামতের কাজ করতে গিয়ে মোঃ জসীম উদ্দীন (৩০) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ তলায় এসির কাজ করার সময় অসাবধানতাবশত জসীম উদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ২টা ১০ মিনিটে তাকে হাসপাতালের সার্জারি-০২ বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধ মোঃ জসীম উদ্দীনের বাড়ি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বাশতলা, আন্দিরপুর গ্রামের বসুপাড়ায়। তার পিতার নাম আবুল খায়ের।
ঊআ-বিএস