UsharAlo logo
বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

টানা তিনদিনের ছুটিতে রাজধানীতে ৪ সমাবেশ

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ৩০, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক শ্রমিক দিবসের মধ্য দিয়ে ১ মে (বৃহস্পতিবার) শুরু হচ্ছে টানা তিন দিনের ছুটি। ছুটির দিনগুলোতে রাজধানীতে পৃথকভাবে চারটি বড় সমাবেশের আয়োজন করেছে রাজনৈতিক দলগুলো।

এই জনসমাবেশগুলোর আয়োজক হলো বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

জানা গেছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বড় পরিসরে শ্রমিক সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ রাজধানীর আশপাশের জেলার নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে।

একইদিন রাজধানীর পুরানা পল্টন মোড়ে লক্ষাধিক শ্রমিক নিয়ে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সংগঠনটির সভাপতি ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখবেন।

পরদিন শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে’ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা মহানগর শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ১০ থেকে ১৫ হাজার মানুষ উপস্থিত হতে পারে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এরপর শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মহাসমাবেশে হেফাজতের প্রধান দাবি হলো- তাদের নেতাদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৩০০টি মামলা প্রত্যাহার, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২১ সালের মার্চ এবং ২০২৪ সালের বিভিন্ন ঘটনায় ‘নিহতদের হত্যাকাণ্ডের বিচার’, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনসহ ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদ থাকবে আলোচনায়।

এছাড়াও শ্রমিক দিবস উপলক্ষে আরও বেশকিছু রাজনৈতিক দল ও সংগঠনের ছোট-বড় বেশ কয়েকটি সভা-সমাবেশ হওয়ার কথা রয়েছে।

ঊষার আলো-এসএ