UsharAlo logo
সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ : আহত ৪

ঊষার আলো প্রতিবেদক
মে ৪, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

চুরির ঘটনায় মামলাকে কেন্দ্রে করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের গুলিতে আব্দুল আজিজ (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।  ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও ৪ জন।

রোববার (৪ মে ) দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর বাগমারা ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত অন্যান্যরা হলেন, সিরাজুল ইসলাম (৪২), মো: শহিদুল ইসলাম (৩৭) এবং নজরুল ইসলাম (৫০)।
খুলনা থানার ওসি হালাদার সানোয়ার হোসাইন মাছুম বলেন, একটি চুরির মামলাকে কেন্দ্রে করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে এনে থানায় জিজ্ঞাসাবাদ করছেন। রানা ওরফে ব্লাক রানা, মাহবুবুর রহমান ওরফে মাহু, হামিদ এদের নেতৃত্বে ২০-২৫ এ হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ আব্দুল আজিজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে খুমেক হাসপাতাল সূত্রে থেকে আমরা জানতে পেরেছি। বাকীরা খুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঊআ-বিএস