জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি করেছেন ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এ সময় ঐক্যের নেতারা বলেন, জনআকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে, যখন দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে। এ সময় ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্রের দাবিও জানান তারা। সেইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে আওয়ামী লীগের বিচার সংক্রান্ত অগ্রগতি জানতে বৈঠকে বসার সিদ্ধান্তের কথাও জানায় জুলাই ঐক্য।
গণমাধ্যম ও সাংস্কৃতিক জগতে ফ্যাসিস্টমুক্ত করা, বিডিআর, শাপলাচত্ত্বরসহ সকল গণহত্যার বিচার নিশ্চিত করা, শেয়ার বাজার, হলমার্ক, পদ্মা সেতুসহ সকল দুর্নীতির বিচার করা ও সচিবালয়ের বিতরে থাকা ফাসিস্টের দোসরদের আইনের আওতায় আনার দাবিও জানায় জুলাই ঐক্য। এসব দাবি পূরণে অবহেলা করা হলে, প্রয়োজনে আবার রাজপথে নামার হুঁশিয়ারিও দেন।
ঊষার আলো-এসএ