খুলনার ডুমুরিয়া উপজেলায় মাহিন্দ্র এবং তেলবাহী ট্যাংক লরীর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও সাতজন আহ হয়েছেন। শনিবার ( ১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া গোলনা ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন আব্দুর রশিদ (৫৫), মাইনুল (৫৪) এবং রফিকুল ইসলাম (৫৬)। গুরুতর আহতরা হচ্ছেন মাইনুল ইসলাম, ইউসুফ. মনিরুজ্জামান এবং আব্দুস সাত্তাার। তারা সবাই মহেন্দ্রের যাত্রী ছিলেন।
ডুমুরিয়া গোলনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আবু রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খর্ণিয়া থানার এসআই শিমুল তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়রা থেকে ছেড়ে আসা খুলনাগামী মাহেন্দ্রা (যার নম্বর-খুলনা থ-১১-০১৭৫) ও খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী লড়ি (যার নম্বর যশোর ঢ-৪১-০০০৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মহেন্দ্র থাকা ৭ জন যাত্রীর মধ্যে আব্দুর রশিদ, মাইনুল, এবং রফিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। এছাড়া মাইনুল ইসলাম, ইউসুফ. মনিরুজ্জামান এবং আব্দুস সাত্তাার গুরুতর জখম হয়।
খবর পেয়ে খর্ণিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে স্থাণীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস এবং পুলিশ কাজ শুরু করে। ইতিমধ্যে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ঊআ-বিএস