জলবায়ূ পরিবর্তনের পরিস্থিতিতে চাহিদাভিত্তিক ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি, বৈচিত্রতা আনয়ন ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার স্থায়ী মান উন্নয়ন করাই স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস (এসএসিপি-রেইনস্) প্রকল্পের প্রধান কাজ। ওই ধারাবাহিকতায় সোমবার (২৬ মে) দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের সেমিনার কক্ষে বার্ষিক তদারক ও পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার বিভাষ চন্দ্র সাহা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ ও কৃষিবিদ এস এম ফেরদৌস, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক মো. সাইফুল ইসলাম, প্রকল্প পরিচালক ড. মুহাম্মাদ এমদাদুল হক, উপ প্রকল্প পরিচালক সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, সিনিয়র মনিটরিং অফিসার ড. মোঃ হাবিবুর রহমানসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়েরকর্মকর্তা বৃন্দ, খুলনা অঞ্চলের বিভিন্ন উপজেলা সমূহের কৃষি অফিসারবৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উদ্যোক্তা ও কৃষকবৃন্দ। কর্মশালায় বক্তারা, এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণাঞ্চলের কৃষি-জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ শস্যের প্রচলনের মাধ্যমে উৎপাদন, উৎপাদনশীলতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন নিশ্চিত করা, উৎপাদন বর্ধিতকরণে বাস্তবসম্মত পদ্ধতি ও প্রযুক্তির সূচনা, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা উন্নয়ন, ভ্যালু চেইন ব্যবস্থা উন্নয়ন, ভূপৃষ্ঠের পানির যথাযথ ব্যবহার ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে প্রকল্প এলাকার দারিদ্রতা হ্রাসসহ আর্থসামাজিক ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন সাধনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে বক্তৃতা করেন ।
ঊআ-বিএস