ঊষার আলো ডেস্ক : সম্প্রতি গাজা নিয়ে ফেসবুকের বিতর্কিত ভূমিকার পর পরই গুগল প্লে এবং প্লে স্টোরে ফেসবুকের রেটিং কমেছে। ইসরায়েলি হামলায় অসহায় ফিলিস্তিনিদের পক্ষে পোস্ট দেওয়ায় অনেকের প্রোফাইল বন্ধ করে দেয় ফেসবুক ফলে রেটিং এ নিচে নেমে যায়।
এদিকে ফেসবুক ব্যবহারকারীরা মনে করছেন, পশ্চিমের দেশগুলোর মানুষের পোস্টগুলোকে বেশি গুরুত্ব দিয়ে ফেসবুক প্রচার করে থাকে। তাদের দাবি যে পশ্চিমের মতামতগুলো একপাক্ষিকভাবে প্রকাশ করে ফেসবুক অসম আচরণ করছে।
জানা গেছে, প্লেস্টোরে ফেসবুকের রেটিং এখন ৪ থেকে কমে ২ দশমিক ৬ এ নেমে গিয়েছে। এশিয়া ও মধ্যপ্রাচ্যের ব্যবহারকারীরা অ্যাপটিকে গণহারে ‘১ স্টার’ দিয়ে সার্বিক রেটিংস-এ তা কমিয়ে ২-এর ঘরে এনেছে।
এসব কারণেই ফেসবুকের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা কোম্পানিটির ওপর ক্ষোভ প্রকাশ করে ও গণহারে ১ স্টার রেটিং দিচ্ছে। এটা আসলে প্রমাণ করে ফেসবুক ব্যবহারকারীরা কতটা অসুন্তুষ্ট।
(ঊষার আলো-এসএফপি)