UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সাংবাদিকদের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মতবিনিময়

usharalodesk
মার্চ ১১, ২০২১ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, এক সময়ের তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বিশ্বের ইতিহাসে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তাঁর সকল গৃহহীন জনগণের জন্য জমিসহ ঘর প্রদান করছে। দেশের মোট নয় লাখ গৃহহীন পরিবারের মধ্যে ৭০ হাজার পরিবার ইতোমধ্যে ঘর বুঝে পেয়েছে, অন্যরাও ক্রমান্বয়ে পাবে। শিক্ষার্থীরা বছরের শুরুতে বিনামূল্যে বই এবং উপবৃত্তির অর্থ পাচ্ছে। সরকারের সাহসী পদক্ষেপে দেশব্যাপী করোনাভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ডিজিটাল অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়।

এসময় মন্ত্রী তাঁর ছাত্রজীবনের রাজনীতি ও পরিণত বয়সের রাজনৈতিক কর্মকান্ডে খুলনার স্মৃতিকে অনুভূতির শিকড় বলে অভিহিত করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। মফস্বল সাংবাদিকতায় অনেক ধরণের চ্যালেঞ্জ রয়েছে। উন্নয়নের স্বার্থে দেশে স্থিতিশীলতা দরকার। দেশের উন্নয়ন সম্পর্কে জনগণকে জানাতে হবে। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান, মোঃ শাহ আলম, কৌশিক দে, নুর হাসান জনি  প্রমুখ বক্তৃতা করেন।