ঊষার আলো ডেস্ক : শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নগরীর খালিশপুর ১০নং ওয়ার্ড এনকে ও এনআই যুব সমাজের উদ্যোগে পৌর সুপার মার্কেট সংলগ্ন এলাকায় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন খালিশপুর দারুল মোকাররম মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মুফতি নজির বিন হাশেম, প্রধান বক্তা ছিলেন বয়রা উসওয়ায়ে হাসানাহ মাদ্রাসার মোহতামিম মাওলনা মুফতি জিহাদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়িগেট ইমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি গোলামুর রহমান, কুস্টিয়া জামিয়া ফজলুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি ফরিদ উদ্দীন।
সঞ্চলনায় ছিলেন দারুল মোকাররম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ। সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলল কাজী তালাত হোসেন কাউট। সার্বিক সহযোগিতায় ছিলেন যুব কমিটির আহবায়ক খন্দকার বাদশা, যুগ্ম আহবায়ক মুফতি আবু বকর, সদস্য সচিব মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক আবু সালেহ শিমুল, কোষাধ্যক্ষ এনামুল ইসলাম সোহেল, সদস্য খান আব্দুল্লাহ শুভ, শফিকুল ইসলাম, আসাদুল ইসলাম সুজন, কাজী রায়হান রাতুল, মিরাজ, আরিফ, মোকাররম হোসাইন, আফতাব, আজগর রাজা।