UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনার সতর্কতা মেনে ত্রয়োদশ বাজেট অধিবেশন শুরু

ঊষার আলো
জুন ২, ২০২১ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে কঠোর সতর্কতা মেনে শুরু হয়েছে জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন । বুধবার(২ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় এই অধিবেশন।

বৃহস্পতিবার(৩জুন) বিকেল ৩টায় অধিবেশনে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে। করোনা পরিস্থিতির কারণে অধিবেশনের আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়নি। কঠোর সতর্কতায় শুরু হওয়া এ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্বল্পসংখ্যক সংসদ সদস্য অংশ নিয়েছেন। কিন্তু সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ সিনিয়র সংসদ সদস্যরা অনুপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত  সংসদ সদস্যরা বিগত দিনের আসন বণ্টন এড়িয়ে করোনা সতর্কতা মেনে আসন গ্রহণ করেন। এই অধিবেশন কক্ষে এক থেকে দুটি আসন পর পর তারা বসেছিলেন। অধিকাংশের মুখে মাস্ক, হাতে গ্লাভস এবং মাথায় ক্যাপ ছিল। এদিকে, সংসদ পরিচালনায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরাও একই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন। সকলকেই সংসদ ভবনের প্রবেশমুখে  জীবাণুনাশক স্প্রে করা হয়। এমপিসহ সংশ্লিষ্টদেরও তাপমাত্রা মাপা হয়। এছাড়া নিরাপত্তা এবং স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রেখে সকল পদক্ষেপ নেওয়া হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের প্রথমেই সকলকে শুভেচ্ছা জামনয়েছেন। তিনি জানান, করোনা পরিস্থিতির মধ্যে শুরু হওয়া বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ এ অধিবেশনে বৃহস্পতিবার আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। পরে আলোচনা শেষে আগামী ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন বাজেট পাস হবে। ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের অনুমতি নিয়ে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, এ বি তাজুল ইসলাম, মাজহারুল হক প্রধান, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং বেগম রুমানা আলীকে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করেন।

(ঊষার আলো-আরএম)