UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রিজার্ভ ছাড়াল ৪৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার

ঊষার আলো
জুন ২, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা (কোভিড-১৯)মহামারির মধ্যেও রেকর্ড সংখ্যক বৈদেশিক মুদ্রা এসেছে দেশে। এর পরিমাণ প্রায় ৪৫ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার।

গতকাল মঙ্গলবার (১ জুন) অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের তুলনায় এ বছর বৈদেশিক রিজার্ভের প্রবৃদ্ধি ৩৯ দশমিক ৪৯ শতাংশ বেশি। ২০২১ অর্থবছরের জুলাই থেকে মে মাসে রিজার্ভের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।

দেশে ২০২১ অর্থবছরের মে মাসে ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। জুলাই থেকে ৩১ মে পর্যন্ত রেমিটেন্স এসেছে প্রায় ২২ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। তবে ২০২০ অর্থবছরের মে মাসে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। গত বছরের জুলাই থেকে মে মাসে রেমিটেন্স আসে ১৬ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার।

২০১৯ সালের জুলাই মাস হতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে বাংলাদেশ সরকার। এছাড়াও বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান প্রণোদনার সাথে বাড়তি আরও ১ শতাংশ দেওয়ার অফারও দিচ্ছে। এতে করে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন বিদেশে প্রবাসীরা।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, এখন বৈধ পথে রেমিট্যান্স আসছে এবং রপ্তানিও বেড়েছে। তাছাড়া আমদানি ব্যয়ের চাপ কম সাথে দাতা সংস্থা বিশ্বব্যাংক, আইএমএফ এবং জাইকার বৈদেশিক ঋণ সহায়তা ও বিশ্ব সংস্থার অনুদানের কারণে রিজার্ভ বেড়েছে।

(ঊষার আলো-এফএসপি)