ঊষার আলো প্রতিবেদক : খুলনায় এক কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে রকি মো: জসিম (৩২) নামে এক যুবককে ৫০৯ ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একইসাথে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন। বুধবার (০২ জুন) দুপুরে খুলনার সরকারি হাজী মুহম্মদ মুহসিন কলেজে এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এ মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
সূত্র জানায়, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খালিশপুর সরকারি মহসিন কলেজে এক মেয়ের সাথে আসামী রকি মো. জসিমের তর্কবিতর্কের বিষয়টি ম্যাজিস্ট্রেটের নজরে আসে। এসময় ওই মেয়ের বান্ধবীও উপস্থিত ছিল। এরপর সেখানে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত হন। জিজ্ঞাসাবাদে রকি ইভটিজিং করেছে বলে নিজের দোষ স্বীকার করে অনুতপ্ত হয়। এরপর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
(ঊষার আলো-আরএম)