UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্থানীয়দের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে পরিকল্পিত বেড়িবাাঁধ নির্মাণের দাবি 

koushikkln
জুন ৫, ২০২১ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বেড়িবাঁধ এলাকার মানুষদের সম্পৃক্ত করে মতামতের ভিত্তিতে পরিকল্পিত বেড়ীবাাঁধ নির্মাণ করতে হবে। যাতে করে প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের নামে দুর্নীতির মাধ্যমে কয়েক শ কোটি টাকা লুটপাট না হয়। উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে চলে সীমাহীন দুর্নীতি। এসব দুর্নীতির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীরা। সরকার গত ৯ বছরে উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু তার সুফল উপকূলীয় মানুষ পায়নি। বাঁধা হয়নি উপকূলীয় বাঁধ। উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারে সরকার কয়েক শ কোটি টাকা বরাদ্দ দিলেও পাউবোর সীমাহীন দুর্নীতির কারণে সেসব বাঁধ সংস্কার হয়নি। সে কারণে প্রতিবছর লাখ লাখ মানুষ উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে বাড়িঘর ও সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে যায়। চরম দুর্ভোগের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করে দক্ষিণ জনপদের কয়েক লাখ মানুষ। শুধু তাই নয়, স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার করেন আর বিল তুলে নেন সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এসব কথা বললেন জনউদ্যোগসহ কয়েকটি সংগঠনের আয়োজিত মানববন্ধনে নাগরিক নেতৃবৃন্দ।
শনিবার (০৫ জুন) সকাল ১০টায় জনউদ্যোগ খুলনা, মাসাস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, রাসটিক, থেড, অপরাজিতা যুব কল্যাণ সংস্থা, উইথ সীসহ কয়েকটি সংগঠনের আয়োজনে উপকূল রক্ষায় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ চাই’ এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগখুলনার নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। সভা পরিচালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির মহানহর সভাপতি মফিদুল ইসলাম, বাংলাদেশে কমিউনিস্ট পার্টির মিজানুর রহমান বাবু, বাসদের আব্দুল করিম,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম, বৃহত্তর আমরা খুলনাবাসীর এস এম মাহাবুবুর রহমান খাকন, গ্লোবাল খুলনার শাহ মামুনুর রহমান তুহিন, রাসটিকের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহম্মদ, অপরাজিতা যুব কল্যান সংস্থার সাধারণ সম্পাদক অনুপ মন্ডল, উইথসীএর উপদেষ্টা ইমদাদ আলী, মোঃ ইমরান জাহান, ইয়াসিন শেখ, মোঃ তরিকুল ইসলাম, থেপ এর নির্বাহী পরিচালক পরেশ কুমার সাহা, সামাজিক কর্মী মোহাঃ এম এ সাদী, সাংবাদিক রাশীদুল আহসান বাবলূ,মাসাসেরকাজী সুআইবুর রহমান, কুষ্ণা দাস, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার মোঃ সাব্বির খান,এস এম আশরাফুল ইসলাম, ইতিহাস সম্মেলন বাংলাদেশের মোঃ মফিজুল ইসলাম, মোঃ রাজু মল্লিক, মোঃ সাকিবুল হাসান প্রমুখ।
সভায় বক্তরা, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবী করেন।