UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এক হচ্ছে সারাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের রেট

ঊষার আলো
জুন ৫, ২০২১ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রত্যন্ত এলাকাসহ সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ‘এক দেশ এক রেট’ ট্যারিফের আওতায় আসছে। রোববার (৬ জুন) এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। শনিবার (৫ জুন) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানান, রবিবার বিস্তারিত জানানো হবে। ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রামেও সহজলভ্য করার কথা বলে আসছিলেন সরকারের সংশ্লিষ্টরা।

২০১৯ সালের ১২ মার্চ ডিজিটাল সেবায় ট্রান্সমিশন নেটওয়ার্ক বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল আলোচনায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছিলেন, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য করতে হলে ‘এক দেশ এক রেট’ নীতি অনুসরণ করতে হবে। তবে, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ইন্টারনেটের পৃথক রেট গ্রহণযোগ্য হতে পারে না।

(ঊষার আলো-আরএম)