UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অনলাইনে হঠাৎ চোখে পড়ল অন্য পুরুষের সাথে স্ত্রীর বিয়ের ভিডিও!

ঊষার আলো
জুন ৬, ২০২১ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যদি হঠাৎ দেখেন আপনার স্ত্রীর বিয়ে হচ্ছে অন্য কারোর সঙ্গে! তখন কেমন হবে বিষয়টা। বিষয়টি একটু অন্যরকম না। তবে ঠিক এমনই  ঘটে ৩৫ বছরের এক চীনা ব্যক্তির সাথে। তিনি হঠাৎ একদিন ভিডিও শেয়ারিং এপ্লিকেশনে নিজের স্ত্রীর আরেক বিয়ের ভিডিও দেখে হতবাক হয়েছেন। কোনও প্রকার দ্বন্দ্ব বা বিচ্ছেদ ছাড়াই এমন ঘটনায় দ্বিধায় পড়ে যান ওই স্বামী ও পরে দ্বারস্থ হন পুলিশের।

সম্প্রতি চীনের স্বায়ত্তশাসিত প্রদেশ ইনার মঙ্গোলিয়ায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, গত জানুয়ারিতেই ১ লাখ ৪৮ হাজার ইউয়ান যৌতুক দিয়ে তিনি বিয়ে করেন সেই নারীকে। বিয়ের পর নিজ পরিবারের সাথে দেখা করতে সেই নারী যখন বাড়ি ফেরেন তখনই অনলাইনের বরাতে এ কাণ্ড ফাঁস হয়।

এ বিষয়ে পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ তদন্ত করতে গিয়ে আবিষ্কার করে যে এ নারী এক চক্রের সদস্য। তারা কমপক্ষে ১৯ জনের সাথে বিয়ের নাটক করে বেশ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশ জানায়, জানুয়ারিতে ওই মহিলার বিয়ের পর মার্চে তার দ্বিতীয় বিয়ের ভিডিও সামনে আসে।

(ঊষার আলো-এফএসপি)