UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের বৃক্ষ রোপন

koushikkln
জুন ৭, ২০২১ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় নগরীর খাশিপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গনে এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বৃক্ষ রোপন অনুষ্ঠানের আলোচনায় মেয়র বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে তিনটি করে গাছ লাগাতে বলেছেন। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। ছোট বয়স থাকতেই শিক্ষার্থীদের পরিবেশের গুরুত্ব অনুধাবন করতে হবে। পরিবেশের সুরক্ষায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনাস্থ সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা আম, পেয়ারা, জামরুলসহ অসংখ্য ফলদ বৃক্ষের চাড়া রোপন করেন।