UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাণ ফিরে পেল পৌসভার প্রাণ কেন্দ্র

ঊষার আলো
জুন ১১, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বিদ্যুতের খুটি সরিয়ে ও অবৈধ স্থাপনা অপসারণ করার মাধ্যমে পাইকগাছা পৌরসভার প্রাণ কেন্দ্র প্রশস্থ করলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি শুক্রবার(১১জুন) সকালে নিজে দাড়িয়ে থেকে বিদ্যুতের খুটি সরানো এবং অবৈধ স্থাপনা অপসারণ করেন। এর ফলে জনগুরুত্বপূর্ণ পৌরসভার প্রাণকেন্দ্র কয়েক ফুট প্রশস্থ হয়। পাশাপাশি সড়কের বাঁক সরলিকরণ হয়। উল্লেখ্য পৌরভবনের সামনে থেকে মুক্তা ফার্মেসি পর্যন্ত পৌরসভার মূল প্রাণ কেন্দ্র। মৎস্য মার্কেট, পোনা মার্কেট, পৌর বাজার এবং থানায় যাওয়ার জন্য অত্র এলাকাটি অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু অত্র স্থানের পোস্ট অফিসের সামনে সড়কের বেশ খানিকটা ভিতরে বিদ্যুতের খুটি থাকায় গুরুত্বপূর্ণ মোড়ের প্রশস্থ অনেকটা কমে যায়। এর ফলে মৎস্য ও পোনা মার্কেটে ভারি যানবাহন যেতে বেশ অনেকটা ভোগান্তি পেতে হয়। পাশাপাশি পোস্ট অফিসের সামনে সরকারি জায়গার উপর ছোট ছোট দোকান গড়ে উঠায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি সহ দূর্ঘটনা ঘটছে। এমন অবস্থা দেখে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী পৌরসভার জনগুরুত্বপূর্ণ প্রাণ কেন্দ্রের সড়ক প্রশস্থ সহ বাঁক সরলিকরণের উদ্যোগ নেন। শুক্রবার সকালে তিনি নিজে দাঁড়িয়ে থেকে বিদ্যুতের খুটি সরিয়ে পোস্ট অফিসের ওয়ালের পাশে প্রতিস্থাপন করেন। এছাড়া পোস্ট অফিসের সামনে সকল দোকান পাট অপসারণ করেন। এরপর সড়কের পূর্ব পাশের কয়েক ফুট জায়গা হকার মুক্ত করে মূল সড়কের সাথে সংযুক্ত করেন। ইউএনওর এধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট উদ্যোগ গ্রহন এবং সাথে সাথে বাস্তবায়ন করায় পৌসভার প্রাণ কেন্দ্র যেন প্রাণ ফিরে পেয়েছে। ব্যবসায়ী সহ সচেতন এলাকা বাসি এ কাজের জন্য ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এসময় উপস্থিত ছিলেন ওসি এজাজ শফি, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু ও কাউন্সিলর ইমরান সরদার, ষোল আনা ব্যাবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সহ-সভাপতি জিএম শুকুরুজ্জামান।

(ঊষার আলো-আরএম)