UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে লেনদেন ইতিবাচক

usharalodesk
জুন ১২, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা মহামারির মধ্যেও সরকার ঘোষিত ইতিবাচক রয়েছে দেশের পুঁজিবাজার। আগের সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহও (৬ থেকে ১০ জুন) পুঁজিবাজারের সকল সূচক বৃদ্ধি পেয়েছে।

একইোথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিট দর ও টাকার পরিমাণে লেনদেন। সপ্তাহটিতে পুঁজিবাজারে ১৩ হাজার ২২৭ কোটি টাকার লেনদেন হয়। এরমধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ হাজার ৭০০ কোটি টাকা এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে প্রায় ৫২৭ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ১২ হাজার ১৮৮ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৮৪৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০ হাজার ২৫৮ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ৫০৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার ৯২৯ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৩৩৬ টাকা কিংবা ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে মোট ৫২৭ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ২৫৩ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭৩৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৪৯ কোটি ১৩ লাখ ৪৬ হাজার ৫১৮ টাকা অথবা ৩৯.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

(ঊষার আলো-এফএসপি)