UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ইউপি চেয়ারম্যান লিটনের

usharalodesk
জুন ১৪, ২০২১ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : একটি সংবাদ প্রকাশের জের ধরে আশাশুনি প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক কল্যাণ এর আশাশুনি উপজেলা প্রতিনিধি সাংবাদিক আলী নেওয়াজকে প্রকাশ্য দিবালোকে প্রাণনাশের হুমকি দিলেন আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম লিটন। এ ঘটনায় ফুঁসে উঠেছে আশাশুনির সাংবাদিক সমাজ। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করার পর মঙ্গলবার (১৫ জুন) জরুরি সভার আহবান করেছে প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুন) দুপুরে আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক জি এম মুজবুর রহমান, সহ সভাপতি আলী নেওয়াজ, সদস্য ফাইজুল কবিরসহ স্থানীয় সাংবাদিকরা ঢাকা আর্ট কার্যালয়ে বসেছিলেন। এমন সময় বহুল আলোচিত চেয়ারম্যান লিটন বিনা উস্কানিতে সেখানে হাজির হয়। এরপর তিনি একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক আলী নেওয়াজকে উদ্দেশ্য করে তাকে প্রাণনাশের হুমকি দেন এবং যেখানে পাবেন সেখানেই তিনি বদলা নেবেন বলে আস্ফালন করেন। চলে যাওয়ার সময় তিনি আলী নেওয়াজকে আনুলিয়া ইউনিয়নে পেলে দেখে নেবেন বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তার এ ব্যবহারে আশাশুনি সাংবাদিক সমাজ ক্ষোভে ফুঁসে উঠেছে। ঘটনা শোনার পর থেকেই আশাশুনি প্রেসক্লাব নেতৃবৃন্দ আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কবীর এর সাথে এ বিষয়টা নিয়ে আলোচনা করেন। তিনি বিষয়টি গুরুত্বের সাথে জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান কে অবহিত করবেন এবং সাংবাদিকদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। এ ঘটনায় আশাশুনি প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, এস এম আহসান হাবীব, সহ-সভাপতি আলী নেওয়াজ, আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, সাংবাদিক গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, নুর আলম, ফাইজুল কবিরসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)