ঊষার আলো ডেস্ক : যেসব ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন শর্ত মানবেন না তাদের অ্যাকাউন্ট আগামী ১৫ মে এর মধ্যে বন্ধ করে দেওয়া হবে।
তারা কোনো প্রকার বার্তা পাঠাতে অথবা গ্রহণ করতে পারবেন না। তারপর ১২০ দিনের মধ্যে অ্যাকাউন্টি ডিলিট হয়ে যাবে।
গত জানুয়ারিতে হোয়াটসঅ্যাপ তাদের নতুন শর্তের কথাটি ঘোষণা করে। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ তাদের তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করার কথা ঘোষণা দিয়েছিল।
হোয়াটসঅ্যাপের এই শর্ত ঘোষণার পর পরই অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট বন্ধ করে বিকল্প সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শুরু করেন।
তবে অনেকেই আবার ভেবেছিলেন হোয়াটসঅ্যাপ হয়তো তার নীতিমালা পরিবর্তন করবে। তবে হোয়াটসঅ্যাপ এখন স্পষ্ট জানিয়ে দিল তারা নতুন নীতিমালা পরিবর্তন করবে না।
হোয়াটসঅ্যাপ জানায়, তাদের শর্ত হালনাগাদের প্রকৃত লক্ষ্য হল ব্যবসায়িক লেনদেন সম্পর্কিত।
(ঊষার আলো-ডেস্ক)