সাতক্ষীরা প্রতিনিধি : নাম নবাব, ওজন ২৫ মণ। সাতক্ষীরার ষাঁড় নবাব এবারের পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর হাট মাতাবে। বেড়ে উঠেছে জেলার কুশখালী ইউনিয়নের কলবাজার এলাকার গ্রাম্য চিকিৎসক ফিরোজ হোসেনের খামারে। তিন বছর যাবত লালন-পালন করে বড় করা হয়েছে।
ফিরোজ হোসেন বলেন, ফ্রিজিয়ান জাতের নবাবের ওজন ১ হাজার কেজির বেশি। বিশাল আকারের এই ষাঁড়টির পরিচর্যা করা খুবই কঠিন। তাকে খাওয়ানো, গোসল করানোসহ সব কিছুর লক্ষ্য রাখেত হয়। সবচেয়ে ভালো দিক হলো ঘাস, কুড়া, লতা-পাতা খেতে পছন্দ করে নবাব।
ফিরোজ হোসেনের দাবি, তার নবাব এবারের ঈদের বাজারে সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে অন্যতম। ইতোমধ্যে অনেকেই দূর-দূরান্ত থেকে দেখতে আসতে শুরু করেছে। ন্যায্য মূল্য পেলেই নবাবকে ছেড়ে দেবেন তিনি।
ফিরোজ আরও বলেন, নবাবকে হাটে বিক্রি করা হবে, না কি অনলাইনে বিক্রি করা হবে তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই।
(ঊষার আলো-এমএনএস)