UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু’র ১০১তম জন্মদিন উদযাপনে নগর যুবলীগের প্রাক প্রস্তুতি সভা

usharalodesk
মার্চ ১৬, ২০২১ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে নগর যুবলীগের প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বুধবার গতকালকের সকল কর্মসুচী সফলের লক্ষ্যে নগর, ওয়ার্ড ও থানা যুবলীগের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহŸান জানানো হয়। বঙ্গবন্ধু’র ১০১তম জন্মদিন উপলক্ষ্যে নগরীতে পোষ্টার লাগানো ও দেওয়াল লিখনি কার্যক্রমের খোঁজ খবর নেন নেতৃবৃন্দ। নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন, আব্দুল কাদের শেখ, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান, সাবেক ছাত্রনেতা বিপুল মজুমদার, অভিজিৎ পাল, যুবলীগ নেতা জাকির হোসেন, হাসান শেখ, মুক্তা সরদার, আসাদুজ্জামান শাহিন, কাঞ্চন শিকদার, ইমরুল ইসলাম রিপন, বাদল সিপাহী, মোস্তাফিজুর রহমান, জামাল হোসেন, হারুন উর রশিদ, লাবু আহমেদ, জামিল আহমেদ সোহাগ, মহিদুল ইসলাম শান্ত প্রমুখ।
উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে নগর যুবলীগ দিনব্যাপি কর্মসুচী গ্রহন করেছে। কর্মসুচীর মধ্যে রয়েছে সকালে ভোর সাড়ে সাতটায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে। সকাল ০৮টায় বাংলাদেশ বেতার খুলনা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন। সকাল ০৯টায় শঙ্খ মার্কেটস্থ দলীয় কর্যালয়ে কেঁক কাঁটা। দুপুর সাড়ে তিনটায় খুলনা প্রেস ক্লাবের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা।