UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় ওসির সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বিভিন্ন উপজেলায় ইউপি নির্বাচন নিয়ে ব্যাপক সংঘর্ষ-সংঘাতে হত্যাসহ রক্তপাত হলেও ব্যতিক্রম চিত্র ছিল বানারীপাড়ায়। এখানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের দূরদর্শিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত থেকে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচন রক্তপাতহীন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদর, সলিয়াবাকপুর, চাখার, বাইশারী, উদয়কাঠি, ইলুহার ও বিশারকান্দি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে বিছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোন রক্তপাতমূলক সংঘাত-সংঘর্ষের খবর পাওয়া যায়নি। নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ জনমনে নানা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল। ওসি হেলাল উদ্দিন নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভোট গ্রহণের দিন প্রতিটি ইউনিয়নে ঘুরে ঘুরে প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে নির্বিঘ্নে ভোট দেয়ার পরিবেশ তৈরী করে দেন। নির্বাচনের পূর্বেও প্রচার-প্রচারণার সময় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তিনি প্রার্থীদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখেন। এছাড়া তার নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে পুলিশি টহল দেয়া হয়।

নির্বাচোনত্তর পরিবেশ শান্ত রাখতেও ভূমিকা রাখছেন তিনি। ওসি হেলাল উদ্দিনের চৌকসতা, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার কারণে বানারীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিজয়ী-পরাজিত সকল প্রার্থী, তাদের কর্মী-সমর্থক সর্বপরি এলাকাবাসী সন্তোষ ও স্বস্তি প্রকাশ করে তাকে সাধুবাদ জানান। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন বলেন স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, ডিআইজি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপার মহোদয়ের সার্বিক সহায়তা ও দিক নির্দেশনায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়েছে। এছাড়া নির্বাচনী পরিবেশ অনুকুলে রাখার বিষয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরাও তাকে সহায়তা করেছেন বলে জানান তিনি।
(ঊষার আলো-এমএনএস)