UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহনতী মানুষের খাবার নিশ্চিত করে লকডাউন কার্যকরের আহ্বান খুলনা নগর ওয়ার্কার্স পার্টির 

koushikkln
জুন ২৫, ২০২১ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খেটে খাওয়া গরীব মেহনতী মানুষের খাবার নিশ্চিত করে লকডডাউন কার্যকর করার আহ্বান জানিয়েছে খুলনা মহাগর ওয়ার্কার্স পার্টি। তারা বলেছেন, লকডাউনে খেটে খাওয়া মানুষ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের রক্ষায় সরকারকেই দায়িত্ব নিতে হবে। একই সাথে সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে। না হলে এই অতিমারী থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে না।
শুক্রবার (২৫জুন) সকালে জুম ভাচুর্য়াল মাধ্যমে মহানগর সভায় পার্টির নেতারা এসব কথা বলেন। মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড ড, সুশান্ত দাশ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু। বক্তব্য দেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড ফারুক উল ইসলাম, মনির আহমেদ, খলিলুর রহমান, নারায়ন সাহা, আমিনুল ইসলাম, কৌশিক দে বাপী, আরিফুর রহমান বিপ্লব, মো. মনির হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।
সভায় করোনা প্রতিরোধে মহাগর ওয়ার্কার্স পার্টির বিগ্রেড গঠন করা হয়। একই সাথে সারাদেশ থেকে ব্যাটারী চালিত রিকশা-ভ্যান উচ্ছেদে উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় ওয়ার্কার্স পার্টির নেতারা সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে টিকা নিশ্চিতের জোর দাবি জানান।