তালা প্রতিনিধি : তালা ইউএনও অফিসের সাবেক মালি অসুস্থ তারাপদ দাস (৮৫) এর বাড়িতে ফল ও ত্রাণ নিয়ে হাজির হয়ে মানবতার দৃষ্টান্ত রাখলেন উপজেলা নির্বাহি অফিসার মো. তারিফ-উল-হাসান। শনিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহান্দী গ্রামে যেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান অসুস্থ্য তারাপদ দাস’র শারিরীক খোঁজখবর নেন এবং তাকে নগদ দুই হাজার টাকা, ফল ও ত্রাণ সহায়তা প্রদান করেন। এছাড়া তাৎক্ষনিকভাবে তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক ও অফিস সকহারী মো. মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
তারাপদ দাসের ছেলে সাগর দাস বলেন, ‘আমার বাবা অনেক দিন উপজেলা নির্বাহী অফিসে মালি হিসাবে কাজ করেছে। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ। আজ আমার বাবাকে উপজেলা নির্বাহী অফিসার স্যার দেখতে এসেছেন এবং তার হাতে লাগানো গাছের ফলসহ আর্থিক সহায়তা করেছেন।
এদিকে, অসুস্থ্য ও দরিদ্র তারাপদ দাসের বাড়িতে যেয়ে সার্বিক খোজ নেয়াসহ চিকিৎসার ব্যবস্থা করায় তালার সর্বস্তরের মানুষ উপজেলা নির্বাহি অফিসার মো. তারিফ-উল-হাসানকে অভিনন্দন জানিয়েছেন।
(ঊষার আলো-এমএনএস)