UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় মা-মেয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ

usharalodesk
জুন ২৬, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে পলাশ সরদার নামের এক যুবকের ওপর হামলাসহ লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই গ্রামের ছায়রা বেগম এবং তার মেয়ে পরিকল্পিত ভাবে পলাশকে মারপিটসহ তার মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগে বলা হয়েছে।
হরিশ্চন্দ্রকাঠি গ্রামের ইউপি সদস্য মোকাম আলী সরদারের ছেলে পলাশ সরদার লিখিত অভিযোগে জানান, প্রতিবেশি মৃত. এরমান সরদারের মেয়ে ছায়রা বেগম এর সাথে তাদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এই ঘটনার জের ধরে শুক্রবার বিকালে বাড়িরে পাশে বিলের ধারে অন্যান্য বন্ধুদের সাথে গল্প করাকালে আকস্মিক ছায়রা বেগম ও তার মেয়ে সালমা বেগম হামলা চালিয়ে পলাশকে মারপিট করে তার মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। মা ও মেয়ের হামলায় মেম্বর পুত্র পলাশ গুরুতর আহত হয়। বিষয়টি পলাশ হামলাকারি সালমা বেগমের স্বামীকে অবহিত করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানায়। কিন্তু ঘটনার সমাধান না করে উল্টো এখন পলাশ ও তার ইউপি সদস্য পিতাকে হয়রানী করতে নানান অপপ্রচার সহ মিথ্যা মামলা করার হুমকি দেয়া হচ্ছে।
ভুক্তভোগী পলাশ সরদার অভিযোগ করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে তার পিতা মোকাম সরদার আবারও নির্বাচন করবেন। একারনে এলাকার একটি মহল পরিকল্পিতভাবে তার পিতা ও তার বিরুদ্ধে নানান অপপ্রচার এবং হয়রানীকর ষড়যন্ত্র চালিয়ে যাচ্চে। এঘটনায় তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
তবে, হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ অস্বীকার করে ছায়রা বেগম বলেন, সেদিন পাওনা টাকা টাকা চাওয়ায় পলাশ আমাদের মারপিট করে।
(ঊষার আলো-এমএনএস)