UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন আকাশে দেখা মেলে একঝাঁক অজানা উড়ন্ত বস্তু!

usharalodesk
জুন ৩০, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের সান দিয়াগো উপকূলে রণতরীর ওপরে একঝাঁক অজানা উড়ন্ত বস্তু, Unidentified flying object (ইউএফও) ঘুরছে। চাঞ্চল্যকর ওই ভিডিওটি প্রকাশ করেন মার্কিন চলচ্চিত্রকার জেরেমি করবেল।

পেন্টাগন সূত্রে জানা গেছে, মার্কিন ইউএফও ফিল্মমেকার জেরেমি করবেলের সেই ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওটি প্রায় দু’বছর আগে ধারণ করা হয়েছে। গত মে মাসে টুইটারে সেই ভিডিও পোস্ট করেন জেরেমি করবেল।

৪৬ সেকেন্ডের ওই রাডার ফুটেজের ভিডিও ক্লিপটিতে দেখা মেলে, একটি গোলাকার উড়ন্ত চাকতি সমুদ্রের ওপর দ্রুততার সাথে অবস্থান করছে। আবার কিছুক্ষণের মধ্যে তা হঠাৎ মিলিয়ে যায়। ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নাকি ভিনদেশিদের কোনও বাহন সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

২০২০ সালে শুধু মাত্র ইউএফওর বিষয়ে তদন্তের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করে মার্কিন প্রশাসন। মার্কিন সেনা নিয়ন্ত্রিত এলাকায় অজানা অনেক বস্তুই বারবার আসতে দেখা যায়। ফলে ভিডিওটি খতিয়ে দেখতে বিশেষ টাস্ক ফোর্স কাজ করছে।

(ঊষার আলো-এফএসপি)