UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে উজানের আলোচনা সভা

ঊষার আলো
মার্চ ১৭, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উজানের উদ্যোগে বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় কাশিপুর মোড়স্থ নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক শেখ মনিরুল ইসলাম বাশার, বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকল্যাণ সংগঠক মোঃ সোহাগ হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, পরিচালনায় ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক মুনসুর আলম চৌধুরি। সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন সংগঠনের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সভা শুরুর আগে কোরআন তেলওয়াত করা হয়। সভা শেষে বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামানায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন গোয়ালপাড়া স্কুলের শিক্ষক মোঃ জাকারিয়া।

ঊষার আলো-এমএনএস