ঊষার আলো প্রতিবেদক : ডেইলী ইনডিপেনডেন্ট পত্রিকার খুলনার সাবেক ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ। তিনি ঢাকার এভারকেয়ার (অ্যাপলো) হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। খুলনার সাংবাদিকদের গুরু বলে খ্যাত এই সাংবাদিক অবসর নিয়ে ঢাকায় ভাগ্নে মো. হাবিবুর রশিদ খানের বসুন্ধরার বাসায় বসবাস করছেন। তিনদিন আগে তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। বাসায় থাকাবস্থায় ডায়ারিয়ায় আক্রান্ত হবার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিরকুমার এ প্রবীণ সাংবাদিক খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি।
তাঁর স্বজনরা জানান, ডায়ারিয়ায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্ত করা হয়। সেখানে রক্তচাপ স্বাভাবিক থাকলেও শুক্রবার ৪০/৪৫ এ নেমে আসে।
অনলাইন দৈনিক ঊষার আলো পরিবার প্রবীন এ সাংবাদিকের আশু আরোগ্য কামনা করেছেন কর্মরত সাংবাদিক-কর্মচারী ও কর্মকর্তারা।