UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির করোনা কল সেন্টারে যুক্ত হলো অক্সিজেন সিলিন্ডার ও নগদ টাকা

ঊষার আলো
জুলাই ১১, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহানগর বিএনপি পরিচালিত করোনা কল সেন্টারে যুক্ত হলো আরও একটি অক্সিজেন সিলিন্ডার ও নগদ ১০ হাজার টাকা। এই নিয়ে মোট অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা দাড়ালো ৩৮ এ। রবিবার (১১ জুলাই) দুপুরে ১২ টায় হাজী মহসিন রোডস্থ কল সেন্টার এসব অনুদান গ্রহন করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। চাকুরিজীবি সাঈদ হোসেন অক্সিজেন সিলিন্ডার ও ডাক্তার জাফর নগদ ১০ হাজার টাকার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরুল্লাহ খান সাচ্চু, রেহানা ঈসা, সিরাজুল হক নান্নু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, মাহবুব হোসেন, মাজেদা খাতুন, সিরাজুল ইসলাম লিটন, মোহাম্মাদ আলী, শামীম আশরাফ, সেলিম বড়মিয়া, ফিরোজ আহমেদ, সাজ্জাদ হোসেন জিতু, এবাদুল হোসেন, আবু তালেব, মাসুদ রুমী, তুহিন ইসলাম প্রমূখ।

(ঊষার আলো-আরএম)