UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে ১১নং ওয়ার্ড আ’লীগের কেক কাটা অনুষ্ঠান

usharalodesk
মার্চ ১৮, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বুধবার (১৭ মার্চ) প্রথম প্রহরে খালিশপুর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রাত ৯টায় কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। ১১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সরদার আলী আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ মুন্সি, সংরক্ষিত আসনের কাউন্সিলর পাপরভীন আক্তার। অন্যান্যের মধ্যে অংশ নেন আ’লীগ নেতা কাওসার আলী মৃধা, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ ইব্রাহীম, হাবিবুর রহমান, মীর মনির হোসেন, নুর হোসেন, রিপন খান, ডাঃ সাইদুর রহমান, মিজানুল ইসলাম, মুকিদুর রহমান, জেলিম, খালিদ, আঃ রাজ্জাক, মিনহাজুর রহমান উজ্জল, আঃ মান্নান, আনোয়ার হোসেন, হুসাইন আল মামুন মুন্না, কামরুজ্জামান লিটন, আবুল কালাম কাজল, রুহুল আমিন, আবু শেখ, এনায়েত হোসেন, ইলিয়াস শিকদার, শুকুর আলী, আনিসুর রহমান, তসলিম, আল-অমিন, আলম খান, বিল্লাল হোসেন, কাইয়ুম খান, সাবেক ছাত্র নেতা কাজী নেয়ামুল হক মিঠু, শাহরিয়ার বাবু, ফারুখ, তানভীর হাসান নয়ন, প্রমূখ। সভা শেষে এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

ঊষার আলো-এমএনএস