ঊষার আলো প্রতিবেদক : খুলনা জেলা ইমাম পরিষদ খালিশপুর থানার উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন রবিবার অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের থানা সভাপতি মাওলানা কারামত আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ইমাম পরিষদ এর সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) শাহাবুদ্দিন আহমাদ, খালিশপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল খান, ইমাম পরিষদেরর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এ এফ এম নাজমুস সউদ, অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আনোয়ারুল আযম প্রমুখ।