ঊষার আলো ডেস্ক : দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত খুলনার রূপসার উপজেলার আইচগাতি নিবাসী মোবারক শেখকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক ও চিকিৎসা সহায়তার ত্রিশ হাজার টাকার চেক হস্তান্তরে করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে খুলনার কেসিসি মার্কেটস্থ সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, জেলা যুবলীগ নেতা মোঃ হারুন আর রশীদ, মোঃ খায়রুজ্জামান টুকু, মোঃ কামরুজ্জামান টিপু, মোঃ অহেদুজ্জামান মিন্টু, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ মাহবুবুর রহমান, মোঃ শাহীন খান, বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাকিল, মেহেদী হাসান অনিক, মুশফিক কবির, মোঃ টিটু প্রমুখ। চেক পাওয়ার পর দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মোবারক শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।