UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে স্কুল ছাত্রের  ভাসমান লাশ উদ্ধার

koushikkln
জুলাই ১৩, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি : বরিশালের উজিরপুরে ডোবা থেকে রাকিব সরদার (১৭) নামের ১০ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর  ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মামুন সরদারের ছেলে স্থানীয়  সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রাকিব সরদার (১৭)কে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় বসতবাড়ীর সম্মুখে একটি ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পারিবারিক সুত্রে জানা গেছে, রাকিব মৃগী রোগ ছিল। তাদের ধারণা এ কারনে সে পানিতে ডুবে মারা গেছে।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সামসুদ্দোহা তৌহিদ জানান, হাসপাতালে যখন ছেলেটিকে আনা হয় তখন সে মৃত ছিল। পরিবারের কাছ থেকে জেনেছি সে জন্মের পর থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল।