ঊষার আলো ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন সংকটে ভুগছেন এমন রোগীদের সহায়তার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন এর নিকট অক্সিজেন সিলিন্ডার ক্রয়ে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার ( ১৪ জুলাই) দুপুরে অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে সিলিন্ডার ক্রয়ের লক্ষ্যে আর্থিক সহায়তা বাঁধন এর প্রতিনিধি মিনহাজুল আবেদিনের কাছে হস্তান্তর করেন।
হস্তান্তরকালে বাঁধন এর পক্ষ থেকে করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের সহায়তায় এগিয়ে আসার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানানো হয়। এসময় পরিষদের সহ-সভাপতি মোঃ শহিদুল আলম হাওলাদার, প্রচার সম্পাদক সঞ্জয় সাহাসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।