UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেএমসি কে ডুয়াক এর অক্সিজেন সিলিন্ডার প্রদান

ঊষার আলো
জুলাই ১৫, ২০২১ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : করোনা মহামারী মোকাবিলায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনা (ডুয়াক) এর পক্ষ থেকে খুলনা মেডিকেল কলেজে (কেএমসি) আজ (বৃহস্পতিবার) দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আব্দুল আহাদের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন ডুয়াকের সভাপতি প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। হস্তান্তর অনুষ্ঠানে কেএমসি’র উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, কেএমসি হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল হাসান ও অন্যান্য সিনিয়র চিকিৎসকবৃন্দ  উপস্থিত ছিলেন। চিকিৎসকবৃন্দ নিজেরাও এই সংগঠনের সদস্য। ডুয়াকের পক্ষে সংগঠনের মহাসচিব ড. বিশ্বাস শহীদ আহমেদ, সহসাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, মোঃ মামুন কাদের ও মেহেদী হাসান সেখ উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-আরএম)