ঊষার আলো ডেস্ক : মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে জনসচেতনার লক্ষ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, করোনা প্রতিরোধ ব্রিগেড কমিটি, খুলনা মহানগরের তত্ত্বাবধানে দৌলতপুর শাখা কমিটির উদ্যোগে ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় দৌলতপুর বেবী ট্যাক্সি স্ট্যান্ড, রেল লাইন সংলগ্ন বাজার হয়ে মিনাক্ষি মোড় পর্যন্ত এলাকার সাধারণ মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময়ে নেতৃবৃন্দ বলেন, লকডাউন শিথিল হলেও মাস্ক পরিধান করতেই হবে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করুন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড খলিলুর রহমান, মহানগর নেতা কমরেড অজয় দে, কমরেড ফারুখ মাস্টার, কমরেড আকাশ ও ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ।