ঊষার আলো ডেস্ক : বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে করোনা ভাইরাস হতে সচেতনতার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সভাপতি মোহাম্মদ আরিফ। অতিথি হিসেবে উপস্থিতি থেকে মাস্ক বিতরণ উদ্বোধন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান আল মামুন। এ সময়ে তিনি বলেন, সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলাচলের আহ্বান জানান একই সাথে বৃহত্তর আমরা খুলনাবাসীর মত সকল ব্যক্তি, সংগঠন ও বিত্তবান সচেতন মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মাজেদা খাতুন, সহ-সভাপতি কবি সৈয়দ আলী হাকিম, শেখ হেদায়েত হোসেন হেদু, শেখ হেমায়েতুল ইসলাম, সরদার আবু তাহের, ডাঃ আব্দুস সালাম, মানবাধিকার কর্মী মোঃ জামাল উদ্দিন মোড়ল, মোঃ ওমর ফারুক, মোঃ কামরুল ইসলাম কামু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, এস এম মিজানুর রহমান, মোঃ মনির হোসেন, এমডি জাকির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ শফিকুর রহমান শফিক, দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো, প্রকাশনা সম্পাদক মোঃ মাসুদ হোসেন, ক্রীড়া সম্পাদক জমশের আলী খান খোকন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবুল ফজল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইমরান খান, ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সী আহমেদ হোসেন, পরিবেশ সম্পাদক মীর কাওসার আহমেদ মিজু, নির্বাহী সদস্য মোঃ আজাদুল হক আজাদ, কে এম তানভীর, মোঃ আকবর হোসেন, কাওসারী জাহান মঞ্জু, শেখ শহিদুল ইসলাম, আরিফ তালুকদার, মোঃ রাতুল, মোঃ জিসান, মোঃ আবুবকর প্রমুখ।